ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মাদরাসার ছাত্রী জেনিফা ইয়াসমিনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ঢাকার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার নবম শ্রেণির মেধাবী ছাত্রী জেনিফা ইয়াসমিন গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসা ও একাধিক অপারেশনের পরও, ৮ মে ২০২৫ তারিখে বিকাল ৩:০০ ঘটিকায় অরোরা স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তা’মীরুল মিল্লাত পরিবার গভীরভাবে শোকাহত।

জেনিফা ইয়াসমিন ছিলেন একজন বিনয়ী, ভদ্র এবং পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও প্রতিভাবান ছাত্রী। তার অকাল মৃত্যুতে তা’মীরুল মিল্লাত পরিবার এক সম্ভাবনাময় ভবিষ্যৎকে হারিয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তাঁর এই অকাল মৃত্যুতে তা’মীরুল মিল্লাত পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। (আমিন)

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।