ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ

জামায়াতের প্রতিবাদ সভায় বিএনপির গুলিবর্ষণ, আহত ১২ জন!

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি সমর্থিত দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বুধবার রাতে জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। এ সময় ২০-৩০ জনের অস্ত্রধারী বিএনপি সমর্থিত দুর্বৃত্তরা সভাস্থলে এসে অতর্কিত গুলি ছোড়ে। এতে জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। এছাড়া সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বিএনপি সমর্থিত দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ ৭-৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, “শহীদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ সভা চলাকালে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালিয়ে সভা পণ্ড করে দেয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।”

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, “বিএনপি ও জামায়াত আলাদা আলাদা কর্মসূচি পালন করছিল। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে জামায়াতের সভায় হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।