হাজারো ভক্তের আমিন ধ্বনিতে মহাসমারোহে উদযাপিত দপ্তরে মাইজভাণ্ডারীর ওরশ শরীফ
মাইজভান্ডার শরীফ আমিন মঞ্জিলে গত ৯ ও ১০ ডিসেম্বর আওলাদে রাসুল (দঃ) দপ্তরে গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভাণ্ডারী (কঃ) এর ১২০ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পীর মাশায়েখ, আলেম ওলামা সহ হাজার হাজার আশেক ভক্তরা। পবিত্র খতমে কুরআন, দরুদ মিলাদ কিয়াম শরীফ ও তাওয়াল্লাদে গাউসিয়া দিয়ে শুরু হওয়া দুই দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিলো কুরআন সুন্নাহভিত্তিক আলোচনা সভা, আশেক ভক্তদের জন্য নসিহত ও বায়াত অনুষ্ঠান, বিভিন্ন জেলা উপজেলার নবগঠিত শাখা কমিটি ঘোষণা, সম্মিলিত মাজার শরীফ জিয়ারত, জিকরে ছেমা মাহফিল, উম্মুক্ত তাবারুক বিতরণ ইত্যাদি। আওলাদে রাসুল (দঃ) সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ ওসমান কাদের মাইজভাণ্ডারী (মাঃ) এর সদারতে ওরশে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী (মাঃ)। খেদমতগার এবং সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির বিভিন্ন শাখার শত শত তরুণ কর্মীরা।

