ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

​ফটিকছড়িতে নির্বাচন ঘিরে পুলিশ সতর্ক: ফটিকছড়ি প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

Chattogram vision
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

টিকছড়িতে নির্বাচন ঘিরে পুলিশ সতর্ক: ফটিকছড়ি প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

 

ফটিকছড়ি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্লার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “এখন পর্যন্ত ফটিকছড়িতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নির্বাচনের পরিবেশ সমুন্নত রাখতে পুলিশ তৎপর রয়েছে।”

​রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ফটিকছড়ি প্রেসক্লাব সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
​মতবিনিময় সভার মূল পয়েন্টসমূহ: জিরো টলারেন্স নীতি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে ঘোষণা দেন ওসি।
​নিরপরাধীদের সুরক্ষা: কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ​ভৌগোলিক চ্যালেঞ্জ: ফটিকছড়ির আয়তন বিশাল হওয়ায় তাৎক্ষণিক তথ্য প্রাপ্তিতে সীমাবদ্ধতা থাকতে পারে, তাই সাংবাদিকদের দ্রুত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। ​প্রবাসী হয়রানি বন্ধ: প্রবাসীরা দেশে ফিরে অনেক সময় মিথ্যা মামলা বা আইনি জটিলতায় পড়েন। এ ধরনের বিষয়গুলো যাচাই-বাছাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ​সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা: ​সভায় ফটিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পুলিশ প্রশাসনকে তথ্য আদান-প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে তারা ফটিকছড়িতে দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
​উপস্থিতিবৃন্দ: ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোর্শেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন: অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম।
​প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
​সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ। ​সমাজসেবা সম্পাদক আহমদ এরশাদ খোকন, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল। ​স্থায়ী সদস্য মো. জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও সহযোগী সদস্য মোহাম্মদ তারেক।
​ওসি মোহাম্মদ সেলিম পরিশেষে বলেন, “সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।