ফটিকছড়িতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা জাসাসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফটিকছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ হেলাল খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহী। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভা জাসাসের আহ্বায়ক এম এ এইচ শাকিল। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক মাইন উল্লাহ উজ্জ্বল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
হাসানুল করিম ফিকার, এইচ এম সাইফুদ্দিন, একরাম, ইঞ্জিনিয়ার ফজল করিম, মোহাম্মদ আজম, কামরুল আনোয়ার, হুমায়ুন কবির, আবদুল আল মামুন, আনোয়ার, জসিম, ডাঃ শহিদুল, মোনাফ, রুবেল ও জমিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূলে ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস দীর্ঘ ৪৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। আগামীর গণতান্ত্রিক আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা জাসাস এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

