নাজিরহাট কলেজে নবীন বরণ: কঠোর পরিশ্রমে সফল জীবনের ভিত্তি রচনার আহ্বান ব্যারিস্টার মীর হেলালে
মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
নাজিরহাট (চট্টগ্রাম) | ২৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণি (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) এবং অনার্স ১ম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে পবিত্র ধর্মগ্রন্থ- কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য ও প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহীন) ও শিক্ষকবৃন্দ নবগঠিত গভর্নিং বডির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তীতে প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “তোমাদের হাতেই নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তাই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সময়ের যথাযথ ব্যবহার করে ব্যক্তি জীবনের সাফল্যের মজবুত ভিত্তি রচনা করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে উন্নত বাংলাদেশ গঠনে সফল অংশীজন হিসেবে ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা করি। এ সময় তিনি শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কলেজ ও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে প্রধান অতিথি তার উচ্চ প্রশংসা করেন এবং সমাধানের আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, “ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মহোদয় কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকে সার্বিক উন্নয়নে অনেকগুলো গুরুত্বর্পূণ কাজ সম্পাদন করেছেন। কলেজ সরকারিকরণের চলমান কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।” তিনি শিক্ষার্থীদের কলেজের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকীর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য ও প্রভাষক মোসফেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক এস. এম. কাউছার এবং গভর্নিং বডির সদস্য জনাব কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য জাহেদা ইকবাল চৌধুরী, মোহাম্মদ রফিক, অধ্যাপক মোহাম্মদ নুরুর আলম, প্রভাষক মোসফেকা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ মনজুর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, আমিনুল ইসলাম, আলহাজ্ব রহমত উল্লাহ, গিয়াস উদ্দীন চেয়ারম্যান ও শাহাদাত ওসমান চেয়ারম্যান।
অনুষ্ঠানের শেষ পর্বে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় এবং প্রভাষক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ও প্রভাষক জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

