গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্ঠার বাসবভনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে একাধিক ছাত্র সংগঠন। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ছাত্রশিবির, এনসিপি, জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ ও ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যমুনায় অবস্থান নিয়েছেন।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ও দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহর নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শিবির নেতাকর্মীদের উপস্থিতিতে যমুনা চত্বর মুখরিত হয় 'শিবির শিবির' স্লোগানে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত দেড়টায় অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। সংগঠনগুলোর নেতারা জানান, তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়।