আলীকদমে সেনাবাহিনীর মতবিনিময় সভায় নিরাপত্তা, উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বারোপ
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ- স্টাফ রিপোর্টার।
বান্দরবান জেলাধীন আলীকদমে, ৫ জুন ২০২৫ইং সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আলীকদম উপজেলার মুরং কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।
সভায় প্রধান অতিথি প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটছে কিনা—তা জানার আগ্রহ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানে যুক্তিসংগত নির্দেশনা প্রদান করেন। একইসাথে, যেকোনো প্রয়োজনে স্থানীয় জনগণকে আলীকদম সেনা জোনের সহায়তা গ্রহণের পরামর্শ দেন।
তিনি বলেন, “এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় তিনি পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত অবদান। তিনি বলেন, “আলীকদম জোন শুধু নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”
সভা শেষে তিনি সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে একসাথে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং উপস্থিত অতিথিদের মাঝে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে প্রীতি উপহার প্রদান করেন।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

