এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ- স্টাফ রিপোর্টার।
বান্দরবানের আলীকদম উপজেলায় একটি যাত্রীবোঝাই জিপগাড়ি পাহাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম-থানছি সড়কের কলা ঝিরি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার সবাই মুরুং সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, থানছি সড়কের ২৬ কিলো থংপং কারবারি পাড়া থেকে মেনপা কারবারি পাড়ায় বেড়াতে যাচ্ছিলেন জিপগাড়ির যাত্রীরা। পথিমধ্যে অতিরিক্ত যাত্রী বহনের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি পাহাড়ি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী চকরিয়া, কক্সবাজারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।