ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল, ৮ মে অনুষ্ঠিত আইপিএল এর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার এই ম্যাচের তখন দশ ওভার শেষ হয়েছে, পাঞ্জাব কিংস এর স্কোর বোর্ডে তখন ১১২ রান ১ উইকেট হারিয়ে। এমন সময় দেখা দেয় নাটকিয়তা!
আকাশে তখন পাখি উঠে যাচ্ছিলো। সেই সেই পাখিকেই কিনা ড্রোন ভেবে খেলার মাঝপথে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয় হামলার ভয়ে। এই পরিস্থিতিতে দর্শকদের মনে আতঙ্ক আরো বেড়ে যায় স্টেডিয়ামের কর্মীদের "বোম্বস আর কামিং" বলে চিৎকার করতে শুনে।
ফলে, দর্শকরা স্টেডিয়াম ত্যাগ করতে শুরু করেন এবং খেলা বাতিল ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই ঘটনার জন্য "গুরুতর প্রযুক্তিগত ত্রুটি" দায়ী বলে জানিয়েছে। তবে, প্রত্যক্ষদর্শীদের মতে, এই পরিস্থিতি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সৃষ্টি হয়েছিল।
এই ঘটনার পর, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলসহ অন্যান্য ক্রিকেট ইভেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান সুপার লিগের ম্যাচও এই কারণে স্থগিত করা হয়েছে। ধর্মশালার মতো শহরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
এই ঘটনায় নেটিজেনদের মধ্যে কেউ কেউ আবার আইপিএলকে "ইন্ডিয়ান প্যানিক লীগ" হিসেবে চিহ্নিত আখ্যা দিযেছেন।